ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

কু‌ড়িগ্রাম: শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

তবে সৈয়দ শামসুল হকের মৃত্যুর তিনবছর পেরিয়ে গেলেও এখনও স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে থাকায় দুঃখ প্রকাশ করেছেন লেখকের সহধর্মিণী আনোয়ারা সৈয়দ হক।  

শুক্রবার (২৬ সে‌প্টেম্বর) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্ব‌রে কবির সমাধিস্থ‌লে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শোক র‌্যালি অনুষ্ঠিত হন। এছাড়াও কলেজ চত্বরে আলোচনা সভা ও দোয়া-মাহফিলের অা‌য়োজন করা হয়েছে।  

কবির কবরে তার পরিবার ছাড়াও স্থানীয় জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে কবির জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ‌মোছা. সুলতানা পারভীন। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

তবে শ্রদ্ধা জানাতে আসা লোকজন কবির সমাধিটি অযত্ন-অবহেলায় থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সমাধিটিতে দ্রুততম সময়ে কমপ্লেক্সের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৭, ২০১৯
এফইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।