শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টায় কোস্টগার্ডের শ্যামনগর কৈখালী স্টেশন অফিসার আমির হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রায়মঙ্গল নদীর আমড়াতলি খাল নামক স্থানে পরিত্যক্ত ফরেস্ট অফিসের পাশে কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলেদের নৌকায় ওৎপেতে বসে থাকে।
‘এসময় দুই বনদস্যুকে আটক ও অপহৃত ৩ জেলেকেসহ ডাবল ব্যারেল দুটি বন্দুক ও একটি থ্রি নট থ্রি রাইফেলসহ বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। ’
তিনি বলেন, আমরা টানা বৃষ্টির মধ্যে দিয়ে মাত্র লোকালয়ে এসেছি। সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আরও বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এএ