ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির দলিল হস্তান্তর বাংলাদেশের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির দলিল হস্তান্তর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির দলিল হস্তান্তর করছেন, ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের সদরদপ্তরে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদনের দলিল হস্তান্তর করেছে বাংলাদেশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, জাতিসংঘের ৭৪তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বাংলাদেশের পক্ষে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদনের দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।

বাংলাদেশ ২০১৭ সালে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করে। ইতোমধ্যেই ৩২টি দেশ এই চুক্তিতে সই করেছে। বাংলাদেশ পারমাণবিক বোমামুক্ত বিশ্ব গঠনে বিশ্বাস করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।