ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিসিসিতে চালু হচ্ছে নাগরিকদের জন্য বিশেষ সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
বিসিসিতে চালু হচ্ছে নাগরিকদের জন্য বিশেষ সেবা বিসিসি ভবন

বরিশাল: সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ সেবা সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) নগর ভবনের নিচতলার একটি কক্ষে বেলা ১১টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেয়র সাদিক আবদুল্লাহ।  

জানা গেছে, মেয়রের নিজ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের ফলে নগর ভবনের নিচতলায় একটি হেল্প ডেক্স চালু করা হবে।

সেখানে গিয়ে নগরের বসবাসকারী সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকরা করপোরেশনের সব সুবিধা গ্রহণ করতে পারবেন।  

তারা ওই কক্ষেই অবস্থান করে তাদের চাহিদা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে সেবা প্রাপ্য হবেন বলে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।

বরিশাল সিটি করপোরেশন গঠিত হওয়ার দীর্ঘ প্রায় দুই দশক পর এই প্রথমবারের মতো সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ এ সেবা চালুর উদ্যোগ গ্রহণ করলেন।

বাংলা‌দেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৮, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।