ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘গোপনে বড়লোক হওয়ার দরকার নেই’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
‘গোপনে বড়লোক হওয়ার দরকার নেই’

ঢাকা: কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা বিদেশে যায় তারা অনেক ক্ষেত্রেই বিদেশে গমনের তথ্য কারো সঙ্গে শেয়ার করতে চান না। এমনকি নিকটাত্মীয় ও স্বজনদের সঙ্গেও না। তারা না জেনে না বুঝে দালালের মাধ্যমে গোপনে বিদেশে গিয়ে গোপনেই দ্রুত বড়লোক হতে চান। আর অতি দ্রুত বড়লোক হলে সেটা কখনোই টেকসই হয় না।

বুধবার (০২ অক্টোবর) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এতে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান।

বক্তারা বলেন, অনেক সময় তারা কোনো কাজের জন্য, কত বেতনে, কোনো কর্মক্ষেত্রে যাচ্ছে তাও জানে না। আর এ থেকেই নানা সমস্যার সৃষ্টি হয়। বিদেশে গমনেচ্ছু কর্মীরা যদি কাজের দক্ষতা নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে যায় তাহলে অর্থ ও সম্মান দুই-ই লাভ করা যায়। তাই তাদের জেনে বুঝে ট্রেনিং নিয়ে বিদেশে গমন করা উচিৎ।


তারা বলেন, বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়। বর্তমান সরকার বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতার উপর গুরুত্ব আরোপ করায় নিরাপদ অভিবাসন নিশ্চিত হচ্ছে।  

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী তৈরি করতে হবে বলেও মনে করেন বক্তারা।  

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, সদর উপজেলার ইউএনও মো. সায়েদুজ্জজামান খান, জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এনজিওর প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।