ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফাহাদের রুমমেট মিজান আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ফাহাদের রুমমেট মিজান আটক আটক মিজান

ঢাকা: আবরার ফাহাদ হত্যার ঘটনায় বুয়েট শেরেবাংলা হল থেকে তার রুমমেট মিজানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে বুয়েটের শেরেবাংলা হল থেকে ডিবি পুলিশের সদস্যরা মিজানকে আটক করেন।

মাসুদুর রহমান জানান, আটকের নাম মো. মিজানুর রহমান ওরফে মিজান।

তিনি বুয়েটের ওয়াটার রির্সোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের ৩য় বর্ষের ছাত্র। তিনি নিহত আবরার ফাহাদের রুমমেট ছিলেন।

শেরেবাংলা হলের প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জানান, মিজান হলের ১০১১ নম্বর রুমে ঘুমিয়ে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।