ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দুদক চেয়ারম্যানের সঙ্গে বিএফআইইউ প্রধানের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
দুদক চেয়ারম্যানের সঙ্গে বিএফআইইউ প্রধানের বৈঠক

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মো. রাজী হাসান বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বৈঠকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তবে বৃহস্পতিবার বিআইএফইউ'র পক্ষ থেকে ক্যাসিনো হোতাদের অর্থপাচার ও মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধের তথ্য-উপাত্ত দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

এর আগে গত ৭ অক্টোবর ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন এমন ১৫ থেকে ২০ জনের তালিকা নিয়ে দুদক অনুসন্ধান শুরু করা হয়েছে বলে জানিয়েছিলেন দুদক চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।