ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বশেমুরবিপ্রবি'র নতুন প্রক্টর মো: রাজিউর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪২, অক্টোবর ১১, ২০১৯
বশেমুরবিপ্রবি'র নতুন প্রক্টর মো: রাজিউর রহমান বশেমুরবিপ্রবি'র নতুন প্রক্টর মো: রাজিউর রহমান

গোপালগঞ্জঃ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে আইন বিভাগের সহকারি অধ্যাপক ড. মো: রাজিউর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রেজিস্টার প্রফেসর ড. মো: নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত স্মারক নং-বশেমুরবিপ্রবি/র/জ.প্র/১২৭/৯৯৮(৪০) এর এক অফিস আদেশে এ  নতুন নিয়োগ দেয়া হয়।

ওই আদেশে বলা হয়েছে, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ইংরেজী বিভাগ ব্যক্তিগত কারণে প্রক্টরের পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক পদত্যাগ পত্র অনুমোদিত হওয়ায় প্রক্টর পদে  আইন বিভাগের সহকারি অধ্যাপক ড. মো: রাজিউর রহমান নিয়োগ দেয়া হলো।

ওই আদেশে আরো বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত  বলবৎ থাকবে।  

এর আগে দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া পদত্যাগ করেন।

গত ১৯ সেপ্টেম্বর থেকে বশেমুরবিপ্রবি'র শিক্ষার্থীরা সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। ২২ সেপ্টেম্বর থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন আশিকুজ্জামান ভুঁইয়া।

এর আগে,  গত ৩০ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের মুখে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির সুপারিশের পর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। গত ৭ অক্টোবর ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেয়া হয়।  

বাংলাদেশ সময়: ২৩৪০, অক্টোবর ১০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ