ঢাকা: জাপানের নির্মাণ খাতে কর্মী প্রেরণসহ কর্মীদের আবাসন সমস্যা নিরসনে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শুক্রবার (১১ অক্টোবর) জাপানের ভূমি, অবকাঠামো এবং পর্যটন প্রতিমন্ত্রী নবোহিডে মিনোরিকাওয়ারের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করে এ সহযোগিতা চেয়েছেন জাপান সফররত প্রবাসী কল্যাণমন্ত্রী।
বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ থেকে জাপানের নির্মাণ খাতে কর্মী প্রেরণ, কর্মীদের আবাসন সমস্যা নিরসন এবং পর্যটন বিষয়ে আলোচনা করেন।
জাপানের প্রতিমন্ত্রী বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন। এছাড়া জাপান ও বাংলাদেশের সম্পর্কের অন্যান্য বিষয়েও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
জিসিজি/জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।