ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ভীমরুলের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
পার্বতীপুরে ভীমরুলের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পল্লীতে ভীমরুলের কামড়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামে ওই দুই ভাইকে ভীমরুল কামড় দেয়।

 

নিহতরা হলো-রাঘবেন্দ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আরাফাত হোসেন (৬) ও বেলাল হোসেনের ছেলে নিশান হোসেন (৫)।  

হরিরামপুর ইউনিয়নের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান জানান, মায়ের সঙ্গে আরাফাত ও তার চাচাতো ভাই নিশান পার্শ্ববর্তী মফিজের ডাঙ্গা গ্রামে নানাবাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে কাঁঠাল গাছে বাসা বাঁধা ভীমরুলের দল হঠাৎ উড়তে শুরু করে। এসময় সবাই প্রাণ ভয়ে দৌড় দেয়। পালানোর সময় নিশান ও আরাফতকে ভীমরুলের দল কামড় দিলে আহত হয় তারা।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে এনে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাতে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।