বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে টিপু মুনশি, ছবি: সংগৃহীত
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০২০ সালের নভেম্বরে কমনওয়েলথ বিজনেস টু বিজনেস (বিটুবি) সম্মেলনের আয়োজক হতে চায় বাংলাদেশ। লন্ডনে কমনওয়েলথে বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেন।
শনিবার (১২ অক্টোবর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৭ থেকে ১০ অক্টোবর লন্ডনে কমনওয়েলথে বাণিজ্যমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী এলিজাবেথ ট্রাস।
সম্মেলনে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী।
এতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমও যোগ দেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
টিআর/টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।