শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটির সভাপতি তহুরা খানম এ আল্টিমেটাম দেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- বিদ্যমান নিয়োগবিধির আলোকে সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া, সে সঙ্গে ২০১৬ সালে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদকে আবার গেজেটভুক্ত করা, ২০১৫ সালের আগে পাওনা সিলেকশনগ্রেড শতভাগ দেওয়া, পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ১৮ মাসের প্রশিক্ষণের সময় ৩৬ মাস করা ও প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতার বদলে বেতন স্কেল দেওয়া, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ, নিয়োগবিধি সংশোধন করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পরিবার কল্যাণ পরির্দশিকাদের নিয়োগ দেওয়া।
এছাড়া, প্রতিটি পরিবার কল্যাণ কেন্দ্রে চারটি করে পরিদর্শিকা পদ সৃষ্টি করা, রিপোর্টের অধীনে মেকাপ কোর্স ছাড়া কোনো বহিরাগত প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফারি ডিপ্লোমাধারীদের চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়া, সব পরিবার কল্যাণ চিকিৎসকদের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পোস্টিং দেওয়াসহ পরিদর্শিকা থেকে কাউন্সিলর পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া।
পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি তহুরা খানম বলেন, আগামী ৩০ দিনের মধ্যে আমাদের ন্যায্য পাওনা অধিকারসহ দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন যাবে পরিবার কল্যাণ পরিদর্শিকারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির মহাসচিব আফরোজা বুলবুল, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার, কোষাধ্যক্ষ সাজেদা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
ডিএন/এফএম /এসএইচ