ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিটিংয়ের নামে ‘চিটিং সার্ভিস’ দিচ্ছে বাস মালিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, অক্টোবর ১৯, ২০১৯
সিটিংয়ের নামে ‘চিটিং সার্ভিস’ দিচ্ছে বাস মালিকরা

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপরিবহনে সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার জোট ও প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিল নামক দু’টি সংগঠন।

শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সামনে সংগঠন দু’টির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে থেকে এ অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সিটিং সার্ভিসের নামে ‘চিটিং সার্ভিস’ দিচ্ছে বাস মালিকরা।

এর মাধ্যমে যাত্রীদের হয়রানি করে তারা লাখ লাখ টাকা আদায় করছে। সিটিং বাসের নামে তারা ভাড়া নৈরাজ্যে নেমেছে। প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারনের বিপরীতে তারা নির্দিষ্ট বাসস্টপেজ চেকিংয়ের নামে জোরপূর্বক ভাড়া আদায় করছে। মানববন্ধন।  ছবি: শাকিল আহমেদবক্তারা আরও বলেন, বাস মালিকরা অযোগ্য, অদক্ষ চালক এবং শ্রমিক দিয়ে গাড়ি পরিচালনা করছেন। সড়কে বেপরোয়াভাবে চলছে ফিটনেসবিহীন গাড়ি। এসব গাড়ির বাইরে সিটিং লেখা থাকলেও, ভেতরে বসার ভালো কোনো পরিবেশ নেই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক, প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা, মানবাধিকার জোটের যুগ্ম মহাসচিব গোলাম ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
ইএআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।