ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রমচুক্তির জন্য সিশেলসে গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
শ্রমচুক্তির জন্য সিশেলসে গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী মন্ত্রী ইমরান আহমদ। ফাইল ফটো

ঢাকা: শ্রম সহযোগিতা চুক্তি সইয়ের জন্য আফ্রিকান দেশ সিশেলস গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শনিবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই সফররত ইমরান আহমদ শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পূর্ব আফ্রিকার পর্যটনসমৃদ্ধ দ্বীপরাষ্ট্রটির সিশেলস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে সিশেলসের কর্মসংস্থানমন্ত্রী মারিয়াম টেলিম্যাক ও অন্য সরকারি কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী রোববার (২০ অক্টোবর) বিকেলে সিশেলস্থ বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার সিশেলসের উপ-রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এরপর সিশেলসের কর্মসংস্থান, ইমিগ্রেশন ও সিভিল স্ট্যাটাস মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে টেকনিক্যাল মিটিং করে বাংলাদেশ-সিশেলস শ্রম সহযোগিতা চুক্তি (এএলসি) সই অনুষ্ঠানে যোগ দেবেন ইমরান আহমদ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আগামী ২৩ অক্টোবর দিনগত রাতে দেশে ফিরবেন। তার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফজলুল করিম, উপ-সচিব মোহাম্মদ শাহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপ-সচিব) ডি এম আতিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
জিসিজি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।