ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে স্যাংমাং প্রু নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাউবাড়ি এলাকায় সামীন্ত পিলার ১১৭১-এর কাছে এ ঘটনা ঘটে। স্যাংমাং প্রু কাউবাড়ি গ্রামের ফ্রেমান্ট হাচ্ছার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কাউবাড়ি এলাকার স্যাংমাং এর এক আত্মীয়ের একটি গরু ভারতীয় সীমান্তে চলে যায়। তিনি গরুটি আনতে ১১৭১ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

বিজিবির লেঙ্গুরা ক্যাম্পের সুবেদার আবুল কাশেম বাংলানিউজকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চলেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।