ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

আলীকদমে মিয়ানমারের ২০ নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৪, মার্চ ৫, ২০২৫
আলীকদমে মিয়ানমারের ২০ নাগরিক আটক

বান্দরবান: বান্দরবা‌নের আলীকদ‌ম উপজেলার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের ২০ নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলীকদম বাস টার্মিনাল এলাকায় মাতামুহুরী পরিবহনের একটি বাস থেকে তাদের আটক ক‌রা হয়।

আটক কারো নাম ঠিকানা বিস্তারিত পাওয়া যায়নি।  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কক্সবাজারের চকরিয়াগামী লোকাল বাস মাতামুহুরি পরিবহনে অভিযান চালিয়ে শিশুসহ ২০ জনকে আটক করা হয়। তারা মিয়ানমারের নাগরিক নাগরিক।

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি জানান, যাছাই বাছাই শেষে রাতেই ২০ জনকে আলীকদম উপজেলার পৌয়ামুহুরী সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।