ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

আজারবাইজানের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৮, অক্টোবর ২১, ২০১৯
আজারবাইজানের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির অনুমোদন মন্ত্রিসভার বৈঠক/ছবি- প্রধানমন্ত্রীর প্রেস উইং

ঢাকা: আজারবাইজানের সঙ্গে স্বাক্ষরের লক্ষ্যে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২১ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী যেহেতু আজারবাইজান যাচ্ছেন, ওই সময়ে এই চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে। এজন্য মন্ত্রিসভার ভেটিং নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।