ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় ২ ভুয়া কৃষি কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
কলমাকান্দায় ২ ভুয়া কৃষি কর্মকর্তা আটক

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আবু ছামান ও এমরান মিয়া নামে দুই ভুয়া কৃষি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার সেকান্দরনগর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে ছামান ও বেলংকর গ্রামের আমির উদ্দিনের ছেলে এমরান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বাংলানিউজকে জানান, উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে ছামান ও এমরান কৃষি কর্মকর্তা পরিচয়ে ঢোকেন। সেখানে বাড়ি-বাড়ি গিয়ে কৃষকদের উপজেলা কৃষি অফিসের সদস্য বানানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১০০ করে টাকা নিতে শুরু করেন তারা। সদস্য হলে কৃষকদের একটি করে গরু ও কৃষি ব্যাংক থেকে বিনাসুদে ২০ হাজার টাকা ঋণ দেওয়া হবে বলেও প্রলোভন দেখান। পরে স্থানীয় কয়েকজনের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা উপজেলা কৃষি কর্মকর্তার নম্বরে ফোন করে জানতে পারেন ছামান ও এমরান প্রতারক। পরে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।