ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মায় দিনভর অভিযানে এক হাজার ৯৫০ কেজি ইলিশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
পদ্মায় দিনভর অভিযানে এক হাজার ৯৫০ কেজি ইলিশ জব্দ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক হাজার ৯৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সারাদিন পদ্মা নদীতে অভিযান চালিয় মৎস্য অধিদফতর, থানা পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।  

লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার বাংলানিউজকে জানান, সকালে পদ্মা নদীতে মৎস্য অফিস ও কোস্টগার্ডের অভিযানে ১৮০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

এসময় ছয়জন ক্রেতাকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াছ শিকদার এ জরিমানা করেন।  

এছাড়া, বিকেলে লৌহজং থানা পুলিশ তিনটি সিবোটসহ ১৫০ কেজি মা ইলিশ জব্দ করে। জব্দকৃত মা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৯-৩০ অক্টোবর পর্যন্ত। ১৪তম দিনে লৌহজং উপজেলার পদ্মানদীর ১৫০০ হেক্টোর এলাকাজুড়ে অভিযান চালানো হয়। ২৩২ জন জেলেকে জেল, ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা, ৪৮ লাখ ৩৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। এছাড়া আটটি ট্রলার ও তিনটি স্পিডবোট আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।