ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ৮৬৯ কেজি ইলিশ জব্দ, ২৮ জনের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
বরিশালে ৮৬৯ কেজি ইলিশ জব্দ, ২৮ জনের জেল-জরিমানা

বরিশাল: বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় ২৩ লাখ ২৬ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল ও ৮৬৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে দিনভর বরিশাল সদর, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, জব্দ জালগুলো ধ্বংস করা হয়।  পাশাপাশি ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।