ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব সাদাছড়ি দিবসের আলোচনায় ভিপস’র ১০ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
বিশ্ব সাদাছড়ি দিবসের আলোচনায় ভিপস’র ১০ দাবি

ঢাকা: বিশ্ব সাদাছড়ি দিবসের আলোচনা সভা থেকে দশ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)।

শনিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে এ দাবি উত্থাপন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব আবু শাহী এম আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক তাহমিনা খাতুন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী নাজরানা ইয়াসমীন হীরা।

দাবিগুলো হলো- দেশীয় প্রযুক্তিতে স্বল্পমূল্যে টেকসই ও উন্নত মানের সাদাছড়ি ও স্মার্টকেন তৈরি, সাদাছড়ি ব্যবহারে উৎসাাহিত করতে ও এর ব্যবহার কৌশল সম্পর্কে গণমাধ্যমে প্রচারণামূলক ব্যবস্থা নেওয়া, সারাদেশের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের উপযোগী করণ, সরকারের বিল্ডিং কোড সংশোধন ও প্রণয়নের ক্ষেত্রে প্রতিবন্ধীদের বিশেষ চাহিদা পূরণের নির্দেশনা ও তাদের ব্যবহার উপযোগী করার জন্য অনুকূল বিধান অন্তর্ভূক্ত করা, দৃষ্টি প্রতিবন্ধীদের সাদাছড়ি ব্যবহারে পারদর্শী করতে প্রশিক্ষণ দেওয়া, প্রতিবন্ধীদের জন্য বাসে সংরক্ষিত ৫ শতাংশ আসনের নির্দেশনা বাস্তবায়ন, দেশের সব মেট্রোপলিটন পুলিশ প্রশিক্ষণ ম্যানুয়েলে প্রতিবন্ধীদের চলাচলে সহযোগিতা অন্তর্ভূক্ত করা, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সাদাছড়ির গুরুত্ব সম্পর্কে চালকদের সচেতন করা, প্রতিবন্ধীর চলাচলে সহায়ক সফটওয়্যার উদ্ভাবন করা এবং প্রতিবন্ধীদের স্বার্থে গৃহীত যেকোনো পরিকল্পনায় যোগ্য ও অভিজ্ঞ প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করা।

ভিপসের সভাপতি নাসরিন জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ফাহিমা খাতুন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।