ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে রেড ক্রিসেন্টের গোলটেবিল বৈঠক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
রাঙামাটিতে রেড ক্রিসেন্টের গোলটেবিল বৈঠক 

রাঙামাটি: মানব ও প্রকৃতি সৃষ্ট সব দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা ইউনিট এর আয়োজন করে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিডিআরসিএস’র পরিচালক আব্দুল হালিম, মহাসচিব ফিরোজ সালাউদ্দিন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ।

বৈঠকে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বিডিআরসিএস বিশ্বের কাছে এখন রোল মডেল। বিভিন্ন দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা।  

আগামী কিছুদিনের মধ্যে জেলায় ব্ল্যাড ব্যাংকের কার্যক্রম শুরু করা হবে উল্লেখ তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।  

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতারা, সাংবাদিক ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।