ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিটিআরসির কমিশনার হলেন সুব্রত রায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
বিটিআরসির কমিশনার হলেন সুব্রত রায়

ঢাকা: তিন বছরের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব সুব্রত রায় মৈত্র।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১’ এর ধারা ৯(২) অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

অতিরিক্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের মহাপরিচালক পদে থাকার সময় গত বছরের ২০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান সুব্রত রায়। একই দিন সচিব পদে পদোন্নতিও পান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।