বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ৩টায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ বাদী হয়ে বেলুনবিক্রেতা আবু সাঈদের বিরুদ্ধে দুইটি ধারায় একটি মামলা দায়ের করেছে।
ওসি আরও জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সর্বশেষ বুধবার দিনগত রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন শিশু নিহাদ ও পঙ্গু হাসপাতপালে চিকিৎসাধীন শিশু রিয়ার মৃত্যু হয়।
এর আগে বুধবার বিকেলে রূপনগর আবাসিক এলাকায় ওই বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন>>>রূপনগরে বিস্ফোরণ: আরও দুই শিশুর মৃত্যু
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এজেডএস/এসএ