বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ‘সবুজ আন্দোলন’ গবেষণা সেলের ফেলো মোবাইল গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সময়ে বিশ্ব জলবায়ু সংকট মানবজীবনের জন্য হুমকি স্বরূপ। এ মুহূর্তে বাংলাদেশ জলবায়ু সংকটের জন্য দায়ী না হলেও ভুক্তভোগী দেশগুলোর মধ্যে অন্যতম। পরিবেশ যাতে দূষিত না হয় তার জন্য সরকারের নেওয়া পদক্ষেপের দিকে তাকিয়ে না থেকে নিজেদেরই তা মোকাবিলা করতে হবে।
তিনি আরো বলেন, আসুন আমার নিজেরা বাঁচি এবং আগামী প্রজন্মকে রক্ষা করার ব্যবস্থা করে যাই। সেই সঙ্গে দায়ী রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ