ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জা‌মিন পে‌লেন সেই বরখাস্ত উপ-সচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
জা‌মিন পে‌লেন সেই বরখাস্ত উপ-সচিব প্রতীকী ছবি

ঢাকা: ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বরখাস্ত উপ-সচিব রেজাউল করিম রতন জা‌মিন পে‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (৩১ অ‌ক্টোবর) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট মামুনুর র‌শিদ পাঁচ হাজার টাকা মুচ‌লেকায় তার জা‌মিন মঞ্জুর ক‌রেন।

গত ১২ অক্টোবর রাতে রাজধানীর মধুবাজার এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।

পরদিন তা‌কে ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট মামুনুর র‌শি‌দের আদাল‌তে হা‌জির করা হ‌লে আদালত তা‌কে কারাগা‌রে পাঠা‌ন। একই স‌ঙ্গে তার জা‌মিন শুনা‌নির জন্য ১৬ অ‌ক্টোবর দিন ধার্য ক‌রেন।

ত‌বে নির্ধা‌রিত দি‌নে তার জা‌মিন আ‌বেদন নামঞ্জুর হয়। দু’সপ্তা‌হের ব্যবধা‌নে একই আদালত থে‌কে তি‌নি জা‌মিন পে‌লেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান গ্রেফতা‌রের পর বাংলানিউজকে বলেন, গত ৭ অক্টোবর এক নারী রেজাউল করিম রতনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
কেআই/এফএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।