বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
গত ১২ অক্টোবর রাতে রাজধানীর মধুবাজার এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।
তবে নির্ধারিত দিনে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। দু’সপ্তাহের ব্যবধানে একই আদালত থেকে তিনি জামিন পেলেন।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান গ্রেফতারের পর বাংলানিউজকে বলেন, গত ৭ অক্টোবর এক নারী রেজাউল করিম রতনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
কেআই/এফএম/এএ