সৈয়দ মুরাদ আলী ঢাকার মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং হাসান-বিন-মুহাম্মাদ আলী নারায়ণগঞ্জের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছেন।
অনলাইন ভোটিং এর মাধ্যমে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে শুক্রবার (১ নভেম্বর) পর্যন্ত টানা ২৪ ঘন্টাব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ প্রক্রিয়া শেষে শুক্রবার (১ নভেম্বর) সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকিতে ছিলেন।
ব্যাচের সকল সদস্যদের তথ্য-উপাত্তের ভিত্তিতে নির্বাচন কমিশন ২৮৪ জন ভোটারের ভোটার তালিকা চূড়ান্ত করেছিল। ২৮৪ জন ভোটারের মধ্যে অনলাইন ভোটিং এর মাধ্যমে ২৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং কোষাধ্যক্ষ পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হন সৈয়দ মোরাদ আলী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল্লাহ আল মাহফুজ পান ১১৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন হাসান-বিন-মুহাম্মাদ আলী। ৮৭ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হাসান সোহেল।
কোষাধ্যক্ষ পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ মো. সজিব ৬২ ভোট পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমআর/টিসি