শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকায় শুকরা কমিউনিটি সেন্টারের হলে একটি দিকনির্দেশনামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুভসংঘের আয়োজনে কালের কণ্ঠের রাজশাহী ও রংপুর বিভাগের ২২ জেলার প্রতিনিধি ও সংগঠনটির সদস্যদের নিয়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শুভসংঘের বন্ধুদের উদ্দেশে ইমদাদুল হক মিলন বলেন, যেকোনো শুভ কাজে সবার পাশে থাকতে হবে। যারা প্রকৃত কাজ করবে, তাদের পুরস্কার দেওয়া হবে। বিশেষ করে বসুন্ধরার স্বপ্নদ্রষ্টা আহমেদ আকবর সোবহান শুভসংঘের বন্ধুদের নিয়ে মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। আমাদের কোনো সদস্য বা প্রতিনিধি শুভসংঘের কাজে গাফিলতি করলে সহ্য করা হবে না।
কালের কণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান লিমন বাশারের সভাপতিত্বে আর শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় দিকনির্দেশনামূলক সমাবেশ ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ও উপজেলা প্রতিনিধিদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন অসংগতির বিষয় জানতে চান ইমদাদুল হক মিলন।
বগুড়া শুভসংঘের উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ বলেন, এমন একদিন আসবে, যখন কেউ শুভসংঘের সদস্য হওয়ার ইচ্ছা পূরণ করতে চাইলেই পারবে না। ভবিষ্যতে শুভসংঘ সে রকম একটি জায়গায় পৌঁছবে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
টিএ