শুক্রবার (০১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার দারিদ্র্য দূর করে একটি সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শুয়েব, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আপ্তাব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসলাম উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এজেড রওশন জেবিন রুবা, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলা উদ্দিন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজাহারুল কবিরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিফুর রহমান আফিফ, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদ, যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ শেপুল, ধ্রুবতারার সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
এদিন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে অনুদান, যুব ঋণের চেক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এনইউ/এইচএডি