ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মতিঝিলের টিএনটি কলোনিতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোফাজ্জল হোসেন (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোফাজ্জল হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার মালভাঙ্গা গ্রামের মৃত মকমত হোসেনের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

আহত অবস্থায় মোফাজ্জলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার ভাতিজা আমিনুল ইসলাম। তিনি বাংলানিউজকে জানান, মোফাজ্জল টিএনটি কলোনিতে নির্মাণাধীন ২০তলা একটি ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। সকালে ভবনের ১০তলার পাশে মাচান বেঁধে কাজ করছিলেন। এর মধ্যেই তিনি সেখান থেকে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।