ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রক্সি দিতে গিয়ে শ্রীঘরে কলেজছাত্র 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
প্রক্সি দিতে গিয়ে শ্রীঘরে কলেজছাত্র 

নওগাঁ: নওগাঁর সাপাহারে জেডিসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছে মনিরুল ইসলাম নামে এক কলেজছাত্র। 

পরে তাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট উপজেলা ভূমি কমিশনার সোওরাব হোসেন।

শনিবার (২ নভেম্বর) সকালে সাপাহার সরফতুল্লা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম উপজেলার শুটকি ডাঙ্গা পাতাড়ী গ্রামের দুরুলহোদার ছেলে। এবং সাপাহার ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী জানান, মানিরুল নামে এক জেডিসি পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছে মনিরুল ইসলাম নামে এক কলেজছাত্র। এমন সংবাদের ভিত্তিতে ওই পরীক্ষার হল পরিদর্শনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় মনিরুল ইসলাম ভুল স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি কমিশনার সোওরাব হোসেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, রায় ঘোষণার পর ওই শিক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে মনিরুল ইসলাম জানায়, সে এইচএসসির ছাত্র। এক শিক্ষকের কথায় সে মানিরুলের হয়ে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।