ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় সমবায় দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি-সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
জাতীয় সমবায় দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি-সভা জাতীয় সমবায় দিবস উপলক্ষে বরিশালে সভা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন’ এই স্লোগানে বরিশালে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সমবায় বিভাগ ও কর্মীদের আয়োজনে শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় বরিশালের অশ্বিনী কুমার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া।

সবাইকে  সমবায় সমিতিকে সবসময় দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানান মো. জাকারিয়া।  
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, বরিশাল বিভাগীয় সমবায় যুগ্ম নিবন্ধক মো. নুরুজ্জামান, দি ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটিডের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী।

সভায় সমবায় কর্মীদের পক্ষ্ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, গোলাম কাদের তনু ও নাজমুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-নিবন্ধক (প্রশাসন) ও বরিশাল জেলা সমবায় অফিসার মিজানুর রহমান।  

এর আগে  সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল আলোচনা সভাস্থলে এসে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএস/কেএসডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।