ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় কর ফাঁকি দিয়ে আনা ৫৩ ভারতীয় গরু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
কলমাকান্দায় কর ফাঁকি দিয়ে আনা ৫৩ ভারতীয় গরু জব্দ

নেত্রকোনা: সীমান্তবর্তী এলাকা নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে আনা ভারতীয় ৫৩টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (০২ নভেম্বর) দুপুরে বিজিবি-৩১ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (০১ নভেম্বর) দিনগত রাতে লেঙ্গুরা ও খারনৈ ইউনিয়নের বিওপির জোয়ানরা সীমান্তে প্রতিদিনের মতো টহলে বের হন।

ওইসময় তারা ভারতীয় সীমান্তবর্তী পিলার ১১৭১/৮ এসের কালাপানি এলাকা থেকে কর ফাঁকি দিয়ে আনা ৫৩টি ভারতীয় গরু জব্দ করে। তবে এ ঘটনায় টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।