ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘রাজশাহীর ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত ৫ জন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
‘রাজশাহীর ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত ৫ জন’ বিএসআরএফ সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ২২ জনকে আটক করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করা হচ্ছে।

রোববার (০৩ নভেম্বর) সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আহমেদকে শনিবার (২ নভেম্বর) দুপুরে নিজ ক্যাম্পাসে টেনে-হিঁচড়ে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়।

পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভসহ কয়েকজনের বিরুদ্ধে অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অধ্যক্ষের দায়ের করা মামলায় কয়েকজনকে গ্রেফতার করলেও সৌরভ ও তার সঙ্গীদের এখনো ধরতে পারেনি পুলিশ।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত পাঁচজনকে শনাক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯

এমআইএইচ/কেএসডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।