ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেতু বিভাগের বিভাগীয় হিসাবরক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
সেতু বিভাগের বিভাগীয় হিসাবরক্ষক গ্রেফতার

ঢাকা: সেতু ডিজাইন বিভাগের বিভাগীয় হিসাবরক্ষক এস এম মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মঙ্গলবার (০৫ নভেম্বর) তাকে গ্রেফতার করে দুদক।

মামলার এজাহারে জানা যায়, এস এম মাহমুদুর রহমানকে ৭০ লাখ ৫৮ হাজার ৭৮০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। যার ভিত্তিতে গত ২৬ জুন রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

সেই মামলায় তাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।

এস এম মাহমুদুর রহমান এর আগে ঢাকার পূর্ত অডিট অধিদপ্তরের সুপারিনটেনডেন্ট হিসেবেও কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
ডিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।