ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৪০ লাখ টাকার স্বর্ণ-রুপাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
শাহজালালে ৪০ লাখ টাকার স্বর্ণ-রুপাসহ যাত্রী আটক স্বর্ণ-রুপাসহ আটক নজরুল বিমানবন্দর আর্মড পুলিশ  হেফাজতে। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ গ্রাম স্বর্ণ ও ৫৫ কেজি রুপাসহ নজরুল ইসলাম (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। 

বুধবার (৬ নভেম্বর) তাকে আটক করা হয়। নজরুল ঢাকা জেলার সাভার থানার শ্যামলাপুরের শামলাশি বাহেরচরের তাজুল ইসলামের ছেলে।

 

পুলিশ জানায়, বুধবার সকালে তার্কিশ এয়ারযোগে ইতালী থেকে ঢাকায় আসেন নজরুল। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে বিমানবন্দরের ক্যানোপি ২ এলাকার বহিরাঙ্গন থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে মোট ৮০০ গ্রাম স্বর্ণে ছয়টি চাকতি ও ৫৫ কেজি রুপা পাওয়া যায়। জব্দ করা স্বর্ণ ও রুপার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।  

নজরুলের ইতালী প্রবাসী ভাই সালমান মুকুল এ চালানের বিনিয়োগকারী বলে তিনি জানান। এর আগেও কাস্টম প্রিভেন্টিভ টিম তার কাছ থেকে ১৩শ’ গ্রাম স্বর্ণ আটক করে বলেও তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।