ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাউফলে অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
বাউফলে অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে স্কুলে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ঋতুপর্ণা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে উপজেলার সাবুপুরা এলাকার বৈরাগীবাড়ী সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঋতুপর্ণা ওই এলাকার সুকুমার ব্যাপারীর মেয়ে ও সাবুপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, সকালে ঋতুপর্ণা কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুলে যাচ্ছিলো। পথে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।