ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ)
ঢাকা: মিয়ানমার ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সদস্য পদ চাইলেও বাংলাদেশের বিরোধিতায় সেটা হতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতে আইওআরএ’র ১৯তম মন্ত্রীদের সম্মেলনে মিয়ানমারের সদস্য পদের বিরোধিতা করে বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ থেকে ৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে আইওআরএ’র সিনিয়র অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ৭ নভেম্বর অনুষ্ঠিত হয় আইওআরএ’র ১৯তম মন্ত্রীদের সম্মেলন।
এবছর মিয়ানমার আইওআরএ’র সদস্য পদের জন্য আবেদন করেছিল। তবে, রোহিঙ্গা সংকট সমাধান না করায় বাংলাদেশ মিয়ানমারের সদস্যপদের বিরোধিতা করে। ফলে, মিয়ানমারের সদস্যপদ আটকে যায়।
আইওআরএ’র সদস্য দেশ ২২টি ও সংলাপ অংশীদার নয়টি। ভারত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রখাত বিকাশে কাজ করে আইওআরএ জোট।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
টিআর/একে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।