শুক্রবার (০৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে অবস্থান নিয়ে প্রতিবাদী পটচিত্রাঙ্কনে অংশ নেন শিক্ষার্থীরা।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষার্থীও সংহতি জানিয়ে আন্দোলনে অংশ নেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, প্রতিবাদের অংশ হিসেবে আজকের এই পটচিত্রাঙ্কন। উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এর আগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে চলমান আন্দোলন ঠেকাতে মঙ্গলবার (০৫ নভেম্বর) অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
পরে বুধবার (০৬ নভেম্বর) রাত ৮টায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও অফিস বা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
কেএসডি/