শুক্রবার (০৮ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং বৈরি আবহাওয়ার কারণে দুবলার চর রাস উৎসব জাতীয় কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুবলার চর রাস উৎসব জাতীয় কমিটির সহ-সভাপতি বাবুল সরদার ও সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বাংলানিউজকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে সকাল থেকে বৃষ্টি ও বাতাস হচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল’র কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে এবারের রাস মেলা স্থগিত করেছে আয়োজক কমিটি। বৈরী আবহাওয়া থাকায় বন বিভাগের পক্ষ থেকে আমরা এবার কোনো ধরনের পাশ দেওয়া হবে না।
জানা যায়, আগামী ১০ নভেম্বর, রোববার থেকে সুন্দরবনের আলোরকোলে তিন দিনব্যাপি রাস উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এনটি