ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
কসবায় দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থলে গেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরেই মন্ত্রী মন্দবাগের উদ্দেশে রওনা দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম।  

তিনি বলেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন রেলমন্ত্রী, রেলসচিব মোফাজ্জেল হোসেন ও রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।

 

শরিফুল আলম বলেন, দুর্ঘটনা অনুসন্ধান করে রেল মন্ত্রণালয় তদন্ত কমিটি করবে।  

কমিটি খুব দ্রুত কাজ শুরু করবে জানিয়ে রেল সচিব বলেন, এখানে রেল কর্মকর্তাদের কোনো গাফলাতি আছে কি-না খতিয়ে দেখা হবে। কমিটির প্রতিবেদন পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে ঢাকামুখী তুর্না নিশীথা এক্সপ্রেস ও চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ১৫ জন প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।