মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ঢাকা ডায়লগে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা গ্লোবাল ডায়লগের দ্বিতীয় দিনে সংসদীয় কূটনীতি নিয়ে বক্তব্য রাখেন ড. শিরীন শারমীন চৌধুরী।
তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে আমাদের উদ্ভাবনের দিকে ঝুঁকতে হবে। নতুন নতুন উদ্ভাবন প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণ লাভবান হতে পারে।
সোমবার ( ১১ নভেম্বর) ঢাকা গ্লোবাল ডায়লগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) ও ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এই ডায়লগের আয়োজন করেছে। এটি শেষ হবে বুধবার (১৩ নভেম্বর)।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
টিআর/একে