বুধবার (১৩ নভেম্বর) যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে এ কালার প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
রেজিমেন্টাল কালার পাওয়া ইউনিটগুলো হলো- ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি, ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও ১ সিগন্যাল ব্যাটালিয়ন।
অনুষ্ঠানে রেজিমেন্টাল কালার পাওয়া ইউনিটগুলো বিশেষ প্যারেডে অংশগ্রহণ করে। পরে তারা প্রধান অতিথির হাত থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।
সামরিক ঐতিহ্য অনুযায়ী কোনো ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার পাওয়া অত্যন্ত গৌরবের বিষয়।
অনুষ্ঠানে প্রাক্তন সেনাবাহিনী প্রধানরাও উপস্থিত ছিলেন। এছাড়া কোর অব আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস-এ চাকরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের উদ্ধর্তন সেনাকর্মকর্তা ও অসামরিক প্রশাসনের আমন্ত্রিত উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
ইউজি/এইচজে