ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
স্ত্রীকে বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী দগ্ধ মাসুদ রানা ও তার স্ত্রী ঝর্ণা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে স্টোভে রান্না করার সময় স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে স্বামী দগ্ধ হয়েছেন। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উত্তর যাত্রাবাড়ীর বৌ-বাজার কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
 
দগ্ধ দু’জন হলেন- ঝর্ণা আক্তার (১৯) ও মাসুদ রানা (২৫)।

দগ্ধ দু’জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।  

দগ্ধ মাসুদ রানা বলেন, আমাদের বাসায় গ্যাস সংযোগ নেই। তাই স্টোভে আমরা রান্না করে থাকি। দুপুরে তার স্ত্রী বাসায় রান্না করার জন্য স্টোভে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর সময় হঠাৎ তার শরীরে আগুন ধরে যায়। পরে তার চিৎকার শুনে তাকে বাঁচানোর জন্য আগুন নেভাতে গিয়ে দু’জনেই দগ্ধ হয়েছি।

তিনি বলেন, উত্তর যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থেকে ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করেন তিনি। গত চার বছর আগে ঝর্ণার সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়েছে।  

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রানার দুই হাত ও তার স্ত্রী ঝর্ণার বুক, পিঠ এবং পেট আগুনে ঝলসে গেছে। দু’জনের মধ্যে ঝর্ণার অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।