কমান্ডার অব দ্য এয়ারফোর্স অ্যান্ড এয়ার ডিফেন্স, ইউনাইটেড আরব এমিরেটসের আমন্ত্রণে শুক্রবার (১৫ নভেম্বর) তিনি স্ত্রী ও দুই সফরসঙ্গীসহ আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাইতে অনুষ্ঠেয় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারফোর্স কমান্ডারস কনফারেন্স ও দুবাই এয়ার শো-২০১৯ এ অংশগ্রহণ করবেন।
দুবাই ইন্টারন্যাশনাল এয়ার ফোর্স কমান্ডারস কনফারেন্সের মূল বিষয়বস্তু হলো- বির্ল্ডিং এ মোর অ্যাগাইল অ্যান্ড অ্যাডাপ্টিভ ফাইটিং ফোর্স: ব্যালেন্সিং দ্য হাই অ্যান্ড লো-টেক সলিউশন।
বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
পিআর/আরবি/