ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ জুলেখা বেগম (২০) নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলার রেদা পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জুলেখা ওই পাড়ার আবুল কাশেমের স্ত্রী।

র‌্যাব টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহাতাব বাংলানিউজকে জানান, পাচারের জন্য বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করা হচ্ছে আবুল কাশেমের বাড়িতে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ওই বাড়ি থেকে এক লাখ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ জুলেখাকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ হওয়া ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ওই নারীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।