নিখোঁজ শ্রমিকরা হলেন- আসলাম (২৬), ইমদাদ (৪০) ও রাঁধুনি মান্নান (৫২)। এদের বাড়ি বরগুনা জেলায়।
সোমবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই নিখোঁজ বাল্কহেডের সন্ধান পাওয়া যায়।
এরআগে, রোববার (১৭ নভেম্বর) ভোর সকালে ঢাকাগামী যাত্রীবাহী কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় এমভি নাড়িয়া বাল্কহেড তিন শ্রমিক নিয়ে ডুবে যায়।
স্টেশন অফিসার লেফটেন্যান্ট এমএম আসিফ বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাঝ নদীতে নিখোঁজ বাল্কহেডের খোঁজ পাওয়া যায়। বাল্কহেডের ভেতরে কোনো মরদেহ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বাল্কহেডের ভেতর থেকে ব্যবহৃত মশারি পাওয়া গেছে। প্রায় ১০০ ফুট পানির নিচে বাল্কহেডটি পাওয়া যায়। ডুবুরিরা সন্ধান চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এনটি