ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে পিকআপ ভ্যান খাদে পড়ে হেলপার নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
সাভারে পিকআপ ভ্যান খাদে পড়ে হেলপার নিহত

সাভার (ঢাকা): সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে খাদে পড়ে নুর মোহাম্মদ (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে সালেহপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ সাভারের ভাকুর্তার আনিছুর রহমানের ছেলে ও খাদে পড়ে যাওয়া পিকআপ ভ্যানটির হেলপার।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে গাবতলী থেকে নবীনগরগামী পিকআপ ভ্যান ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সালেহপুর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যান থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হয় হেলপার ও চালক।  স্থানীয়রা তাদের  উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।