ঢাকা: রাজধানীর পান্থপথে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ১৫ তলা একটি ভবনের ১০ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ৮টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৮টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে এসব তথ্য জানান।
তিনি জানান, পশ্চিম পান্থপথে ১৫ তলা ভবনের ১০ তলায় আগুন লাগে। দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে পপুলার ফার্মাসিউটিক্যালসের অফিস রয়েছে।
লিমা খানম আরও জানান, অগ্নিকাণ্ডে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমএমআই/আরএইচ