ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে উদ্ধার কদমতলীর অপহৃত নারী, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
কেরানীগঞ্জে উদ্ধার কদমতলীর অপহৃত নারী, আটক ১

ঢাকা: রাজধানীর কদমতলী থেকে অপহৃত এক নারীকে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকেও আটক করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে র‍্যাব-১০ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক যুবকের নাম নাদিম (২১)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) অপহৃত ওই নারীর স্বামী বেল্লাল হোসেন র‍্যাব-১০-এর কাছে স্ত্রী অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ করেন। অভিযোগের পরইপ্রেক্ষিতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমিন পাড়া মুহুরীপট্টি বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত নারীকে উদ্ধার ও অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করে।

র‍্যাব জানায়, অপহরণকারীরা জোর করে রাজধানীর কদমতলী থেকে ভিকটিমকে অপহরণ করে। এবং তাকে নিয়ে মুহুরীপট্টি এলাকার একটি বাড়িতে আটকে রাখে।  

আটক নাদিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ২২ নভেম্বর , ২০১৯
এমএমআই/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।